Friday, 30 July, 2021 খ্রীষ্টাব্দ | ১৫ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ |
সিলেটে মৃদু ভূমিকম্প

সিলেট: ৯ সেকেণ্ডের একটা কাঁপুনী অনুভুত হলো সিলেট অঞ্চলে। শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিটে এই মৃদু  অনুভূত হয়। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল তা তাৎক্ষনিক ভাবা জানার সুযোগ হয়নি।

তবে, ৯ সেকেণ্ডের এই ভূমিকম্পে শক্ত ধাক্কায় ছিলো বেশ কেঁপে ওঠে বাসা-বাড়ি। লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকেই বাসা-বাড়ি থেকে বের হবার চেষ্টা করলেও কম্পনের স্থায়ীত্বকম হওয়ায় ফিরে আসেন সকলেই।

তবে ভূমিকম্পে সিলেট অঞ্চলের কোথাও এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

Developed by :