Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




করোনায় কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কুলাউড়া: কুলাউড়া উপজেলা’র বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল আহবাব চৌধুরী শাহাজান আর নেই, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ আগষ্ট) সকাল ১১ টার সময় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আহবাব চৌধুরী শাহাজান গত এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। এসময় তাঁর করোনা পরিক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বুধবার সকাল ১১ টার সময় চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে কুলাউড়ায় করোনা আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

 

Developed by :