Monday, 21 September, 2020 খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ |
বলিউডে মাধুরীর ৩৬ বছর, জানালেন প্রিয় ছবি ও গানের নাম

বিনোদন ডেস্ক: সোমবার মাধুরী দীক্ষিতের বলিউড ক্যারিয়ারের ৩৬ পূর্ণ হলো। বিশেষ এই দিনে মাধুরী টুইটারে ভক্তদেরকে যে কোনো প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। জানিয়েছেন নিজের প্রিয় ছবি এবং প্রিয় গানের নাম।

বলিউডে মাধুরীর প্রথম সিনেমা ছিল ‘অবোধ।’ ১৯৮৪ সালের এই ছবিতে তার চরিত্রের নাম ছিল ‘গৌরী।’

এক ভক্ত মাধুরীকে প্রশ্ন করেন বলিউডে তার স্মরণীয় মুহূর্ত সম্পর্কে। তিনি বলেন, ‘আমার প্রথম শট অবোধ ছবির জন্য। স্বপ্নের মতো লাগছিল যে সিনেমায় কাজ করছি।’

আরেক ভক্তের প্রশ্ন ছিল মাধুরীর পারফর্ম করা সবচেয়ে প্রিয় গান প্রসঙ্গে। উত্তরে মাধুরী জানান, তেজাব ছবির ‘এক দো তিন’ তার সবচেয়ে প্রিয়। এছাড়াও জানান, ‘হাম আপকে হ্যায় কৌন’ তার নিজের অভিনীত সবচেয়ে প্রিয় সিনেমা।

‘জনপ্রিয় অভিনেত্রী না হলে এখন কী করতেন?’- মজার এই প্রশ্ন করেন এক ভক্ত। উত্তরে মাধুরী জানান, অভিনয়ে না আসলে জেনেটিক্স নিয়ে গবেষণা করতেন তিনি।

মাধুরী আরও জানান, তার জীবনের স্মরণীয় তিনটি মুহূর্ত হলো প্রথম হিট সিনেমা, বিয়ে এবং সন্তানের মা হওয়া।

মাধুরীকে গতবছর দেখা গেছে ‘কলঙ্ক’ এবং ‘টোটাল ধামাল’ সিনেমায়। বর্তমানে তিনি নিজের প্রযোজনার প্রথম ছবি ‘পঞ্চক’ এর কাজ করছেন।

 

Developed by :