বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে আরো ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৫২ জনে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন আক্রান্তদের একজন শেওলা স্থলবন্দরে কর্মরত। অন্য দুজন পৌরসভার কসবার গ্রামের। মঙ্গলবার নতুন আক্রান্ত সকলের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি বাসস্থান লকডাউন করা হবে। এছাড়া তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।
এদিকে, নতুন ৩ জন নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৫২ জনে। এর মধ্যে মারা গেছেন ১৩জন এবং সুস্থ হয়েছেন ১৭৯ জন।