Monday, 3 August, 2020 খ্রীষ্টাব্দ | ১৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ |
বিয়ানীবাজারে বৈদ্যুতিক তার ছিড়ে ৩ সিএনজিতে আগুন, এক ড্রাইভার আহত

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার কলেজ রোডে বৈদ্যুতিক তার ছিড়ে তিন সিএনজি অটোরিক্সায় আগুন এবং এক ড্রাইভার আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৭ টায় বিয়ানীবাজার সরকারি কলেজ এর সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় সিএনজিতে যাত্রী না থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে বিয়ানীবাজার রক্ষা পেলো।

জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রচণ্ড বিকট শব্দে বিদ্যুতের তার ছিড়ে যায়। এ সময় বিদ্যুৎ লাইনের নীচে বিয়ানীবাজার-চন্দরপুর-পীরেরচক লাইনের ৩টি সিএনজি অটোরিকশা দাড়ানো ছিল। এর ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ায় মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

এতে চন্দরপুর লাইনের জুবের আহমদ নামের এক সিএনজি ড্রাইভার আগুনে পুড়ে গুরুতর আহত হন। কিছু সময় পর সন্ধ্যা পৌণে ৭ টায় পথচারিরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত অপর দু’টি সিএনজি অটোরিকশা পীরেরচক লাইনের ড্রাইভার জুনেদ ও এমরানের। এ ঘটনায় তারা হতবিহ্বল হয়ে পড়েছেন।

আহত অটোরিকশা চালক জুবের আহমদের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়নে।

 
Developed by :