বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের খাসা-পন্ডিতপাড়া-নয়াবাজার রাস্তার আরসিসি নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে পৌর মেয়র মো. আব্দুস শুকুর এ সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন।
সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৫৮ লক্ষ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি হারুনর রশীদ দিপু, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আলহাজ্ব আজাদ উদ্দিন, প্যানেল মেয়র ০২ নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সরওয়ার আলম, পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন, আকসার হোসেন, মালেকা বেগম ও মরিয়ম বেগম, ঠিকাদার সফর উদ্দিন, পৌর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সুমন আহমদ প্রমুখ।