Friday, 21 January, 2022 খ্রীষ্টাব্দ | ৮ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ |
মহানগর শ্রমিক লীগের সভাপতি সেলিম করোনায় আক্রান্ত

সিলেট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবীর সেলিম।

বৃহস্পতিবার (২৮ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৫১ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে তিনিও রয়েছেন।

সিলেট মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সুবায়ের আহমদ চৌধুরী সুহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি তিনি (সেলিম) করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবে নমুনা দেন। আজ বৃহস্পতিবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে গত ২২ মে শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল ও ২৪ মার্চ সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং ২৭ মে বুধবার সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন।

 
 

Developed by :