Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




গোলাপগঞ্জে শিশুসহ আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত

গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে ৪বছরের এক শিশুসহ আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট ৭জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী ।

তিনি জানান, আক্রান্ত ৪ বছরের শিশুটি উপজেলার বাদেপাশার নোয়াই গ্রামের করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল। অন্য দুজন হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-এসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার (৪০) ও পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের ৬৫ বছর বয়সি বৃদ্ধ।

করোনা রোগীর সংস্পর্শে আসা ও সন্দেহভাজন কয়েকজনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ ও তাদের বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১ মে উপজেলায় প্রথম করোন রোগী সনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট ৭জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :