শাবি: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাজারে হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় ঢাবি, জাবি, জবি ও কুবির পর এগিয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।
ঝুঁকিতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে হ্যান্ড স্যানিটাইজার তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং রসায়ন বিভাগের সহযোগিতায় প্রাথমিকভাবে আমরা ১০০ মিলির ৩০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। রসায়ন বিভাগের অফিসে বিনামূল্যে এ হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হবে।
অধ্যাপক ড. মো. আশরাফুল আলম আরও বলেন, এটা বানানোর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে ট্রায়াল হয়ে গেল এবং পরবর্তীতে দেশের মানুষের চাহিদা অনুযায়ী ব্যাপক হারে আমরা তৈরি করতে পারবো।