Wednesday, 28 July, 2021 খ্রীষ্টাব্দ | ১৩ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ |
সিলেট সফরে আসছেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিক

সিলেট: আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ৫ দিনের সফরে সিলেটে আসছেন। আজ বুধবার সকালে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছাবেন।

সাখাওয়াত হোসেন শফিক সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ করবেন। বিকালে রিকাবিবাজারে আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন।

আগামী বৃহস্পতিবার সুানমগঞ্জে আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো ও লিফলেট বিতরণ করবেন। বিকেলে বিশ্বম্ভরপুরে সালুকাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বিষয়ক কর্মসূচিতে যোগ দেবেন।

আওয়ামী লীগ নেতা শফিক আগামী শুক্রবার জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন বিষয়ক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

আগামী রবিবার মৌলভীবাজারে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালাবেন তিনি। সাথে থাকবেন দলীয় নেতাকর্মী। পরে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেবেন।

আগামী সোমবার হবিগঞ্জে গিয়ে সেখানে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালাবেন সাখাওয়াত হোসেন শফিক। ওই দিনই তিনি ঢাকায় ফিরে যাবেন।

 
 

সর্বশেষ সংবাদ

Developed by :