Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |
সিলেটের উন্নয়ন নিয়ে ঢাকায় বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: আধুনিক ও ডিজিটাল সিলেটের স্বপ্নদ্রষ্টা সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন সিলেটের উন্নয়ন নিয়ে ঢাকায় মতবিনিময় করেছেন ।

বুধবার সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই সভায় সিলেট বিভাগের মন্ত্রী, সংসদ সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। ঢাকা সিলেট ৪লেন সড়ক নির্মাণসহ সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন ।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি, সিলেট-৫ আসনের হাফিজ মজুমদার, মৌলভীবাজার-২ আসনের সুলতান মো. মনসুর আহমদ, সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের মোকাব্বির খান, সুনামগঞ্জ-৫ আসনের মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-২ আসনের আব্দুল মজিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, স্বাচিপ নেতা ডা. রবিন প্রমুখ ।

 

সর্বশেষ সংবাদ

Developed by :