প্রবাস ডেস্ক: ইতালিতে বাসের ধাক্কায় বজলুর রহমান রিপন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী রোমের তিবুরতিনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা যায়, কাজ শেষে বাসায় ফেরার সময়, পেছন থেকে একটি বাস রিপনকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এতে বাস ড্রাইভার দোষী প্রমাণিত হলে, তাকে শাস্তির আওতায় আনার পাশাপাশি, নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানা গেছে। রিপন বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।