Wednesday, 1 December, 2021 খ্রীষ্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ |
সিলেটে এসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন

সিলেট: সিলেট এসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপি। শুক্রবার দুপুরে তিনি সিলেট এসে পৌছান।

এ সময় ওসমানী বিমানবন্দরে থাকে স্বাগত জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ নেতৃবৃন্দ।

এদিকে নগরীর শাহজালাল দরগাহ এলাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুৎ লাইন সরবরাহ শুরু হয়েছে। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় দরগা গেইট এলাকায় এ কাজের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও আজ বিকেল চারটায় সিলেট সার্কিট হাউসে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

বর্তমান সরকারের একবছর পূর্তি উপলক্ষে বিশেষ করে সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন।

এতে সিলেটে কর্মরত গণমাধ্যম কর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে তাঁর দফতর থেকে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 
 

Developed by :