ঢাকা: বিয়ে-শাদি ঠিক করে দেওয়া ব্যবসার সঙ্গে জড়িত ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (২৮ অক্টোবর) তার ব্যাংক হিসাব তলব করা হয়। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে এনবিআর।
এছাড়া তাকে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রেখেছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, খুলনা নিউজপ্রিন্টে চাকরি করার সময় ১৯৬৭ সাল থেকেই ঘটকালি শুরু করেন পাখি ভাই। তবে এই ঘটকালিই যে একদিন পেশা হয়ে যাবে তা কখনই ভাবেননি। ৭৩ সালে নিজের আলসার ধরা পড়লে চাকরিতে অযোগ্য হয়ে পড়েন। তখন থেকেই ঘটকালিকে পেশা হিসেবে বেছে নেন দেশের প্রথম বাণিজ্যিক ঘটক পাখি ভাই।
পাখি ভাইয়ের ভাষ্য, দীর্ঘ ৪৫ বছরের এই পেশায় এখন পর্যন্ত তার মাধ্যমে বিয়ে হয়েছে সাড়ে ১৮ হাজারের উপর। একই পরিবারে ২৬টি বিয়ে এবং মা ও মেয়ের বিয়ে দেয়ার একাধিক রেকর্ডও রয়েছে তার।