Wednesday, 1 December, 2021 খ্রীষ্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ |
আ.ন.ম শফিকুল হকের ছোট ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন

বিশ্বনাথ: বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি আ.স.ম মনসুরুল হক (৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বাদ যোহর উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামস্থ নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

শনিবার রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর তালতলাস্থ বাসায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমের জানাযার নামাজে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আ.স.ম মনসুরুল হক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ.ন.ম শফিকুল হকের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।

 
 

Developed by :