Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




দাসউরা সূর্য তরুণ যুব সমবায় সমিতির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলার দাসউরা সূর্য তরুণ যুব সমবায় সমিতির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

রোববার সকালে সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিলপাড়া ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। এতে চার শতাধিক নারী-পুরুষ ও শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সংগঠনের সভাপতি ইউপি সদস্য হোসেন আহমদ এর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য ফারুক উদ্দিন, ডা:আব্দুস সালাম মুক্তা  প্রমুখ।

এ সময় এলাকার বিশিষ্টজন ও দাসউরা সূর্য তরুণ যুব সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :