বিয়ানীবাজার: বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০১৫-২০১৬ শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (র্যাগ ডে) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় কলেজে ২২০ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক সরকার মোহাম্মদ সফিউল্লাহ দিদার, জাহাঙ্গীর তরফদার, মো: জহির উদ্দিন।
এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী হাবীব রহমান, পায়েল মাকসুদ, আবুল হাসেম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী শাকের আহমদ।