কুদরত উল্লাহ মসজিদের সেক্রেটারীর পদত্যাগ দাবীতে মুসল্লিদের বিক্ষোভ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৯, ১:০৭ অপরাহ্ণসিলেট: সিলেট নগরীর হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের সেক্রেটারী মুকতাবিস-উন-নূর কর্তৃক মুসল্লি ও ব্যবসায়ীদের সাথে অশ্লীল ও অশালীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ জুন) বাদ আছর কুদরত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
হাজী মুস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় মুসল্লিরা বলেন, দীর্ঘ ২১ বছর থেকে সেক্রেটারী পদ ব্যবহার করে মসজিদে বিভিন্ন অনিয়ম, সেচ্ছাচারিতা ও দাম্ভিকতা দপর্ন করেছেন মুকতাবিস-উন-নূর। তাঁর অশালীন আচরণে শুধু মুসল্লি নয় মসজিদের ইমামরা রেহাই পাননি।
তারা বলেন, গত ২৩ মে পবিত্র রমজানের দিনে মসজিদের বৈধ স্থানে মটর সাইকেল রেখে জোহরের নামাজ পড়েন মুসল্লি নগরীর ব্যবসায়ী আমিনুর রহমান। নামাজ পড়ে দেখেন তার মটর সাইকেল সহ আরো তিন মুসল্লির সাইকেল তালাবদ্ধ। পরে মুকতাবিস-উন-নূরকে না পেয়ে মোবাইলে যোগাযোগ করলে তিনি অশ্লীল ও অশালীন আচরণ করেন। ওই দিন আছরের নামাজ আদায় করে অন্য মুসল্লিদের অবগত করে মুসল্লিদের মাধ্যমে তালা ভেঙ্গে মটর সাইকেল উদ্ধার করেন।
মুসল্লিরা ২৪ ঘন্টার মধ্যে ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদের সেক্রেরীর পদ থেকে মুকতাবিস-উন-নূরকে অপসারণের দাবী জানান। অন্যথায় মুসল্লিরা মসজিদের ঐতিহ্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায় নামবেন এবং বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বারক লিপি প্রদান করবেন বলেন জানান।
এছাড়া সরকারের ওয়াকফ এস্টেটের মসজিদ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা নেয়ার আহবান জানান।