বিয়ানীবাজারে সিএনজি-ট্রাকের সংঘর্ষে আহত ৬

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ১২:৩৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার-বারইগ্রাম অভ্যন্তরিণ মহাসড়কে সিএনজি অটোরিক্সা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালকসহ ৫ যাত্রি আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সড়কের জলঢুপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। দুর্ঘটনার শিকার অটোরিক্সা-ট্রাক দুর্ঘটনাস্থলে আটক রেখেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসার দ্রুতগতির ট্রাক (মৌলভীবাজার ড- ১১-০৫৪৩) জলঢুপ উচ্চ বিদ্যালয়ের সামনে এসে অটোরিক্সা (সিলেট থ- ১২-২৭১৯) চাপা দেয়। অটোরিক্সাটি শাহবাজপুর থেকে বিয়ানীবাজার আসছিলো।
দুর্ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। স্থানীয়রা অটোরিক্সার যাত্রি ও চালককে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় সনাক্ত করা যায়নি।