গোলাপগঞ্জ সাহিত্য-সাংস্কৃতিক সংসদের নির্বাহী কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ণগোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সভা ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত সাধারণ সভার সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আহবায়ক কবি ইছমত হানিফা চৌধুরী। সাংবাদিক জাকারিয়া তালুকদারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় প্রথমে নিজ নিজ আত্মপরিচয় প্রদান করেন।
এরপর মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন সর্ব জনাব আবুল হাছনাত,মোঃআব্দুল মালিক,মহি উদ্দিন চৌধুরী,খাইরুল ইসলাম সোহেব,শাহেদ আহমদ চৌধুরী,এ এম সিদ্দিক সুহেদ, গোলাম রসুল খান, মাহফুজ আহমদ চৌধুরী, কবি ইছমত হানিফা চৌধুরী,বেলাল আহমদ চৌধুরী, প্রবাসী লেখক ও গবেষক ফারুক আহমদ প্রমুখ।
উন্মুক্ত আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের ২০২৩- ২০২৫ সনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন গোলাপগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতি সংসদের এর সদস্য সচিব মাহফুজ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন, শিক্ষাবিদ শাহেদ আহমদ চৌধুরী।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট গবেষক ও প্রবাসী লেখক ফারুক আহমদ, প্রবীণ লেখক বেলাল আহমদ চৌধুরী ও সংসদের আহ্বায়ক ইছমত হানিফা চৌধুরী।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন সহ-সভাপতি আবুল হাছনাত,মোঃ আব্দুল মালিক, মহিউদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, কোষাধ্যক্ষ শিবলী শাওন আহমেদ, দপ্তর সম্পাদক রতন মনী চন্দ,প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রসুল খান, কার্যনির্বাহী সদস্য কামরুন নাহার চৌধুরী শেফালী,খন্দকার ফরিদুজ্জামান, মোঃ আলী হাছান শামীম, মোহাম্মদ ছয়েফ উদ্দিন, হায়দার গাজী ইসমাইল হোসেন সিরাজী।অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্য ও আপ্যায়নের মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়।