পূর্বসূরিদের দেখানো পথে এগিয়ে যেতে চাই : এডভোকেট নাসির উদ্দিন খান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, পূর্বসূরিদের দেখানো পথে সুনামের সাথে এগিয়ে যেতে চাই। আমরা ঐক্যবদ্ধ আছি বলেই সর্বক্ষেত্রে বিয়ানীবাজার প্রতিষ্ঠিত এবং আলোকিত। নতুন প্রজন্মের একেকজন দেশে-বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। আমাকেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের খেদমত করার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, এ অর্জন আমার একার নয়; বিয়ানীবাজার সমিতির সকল সদস্যের। সবার সহযোগিতা নিয়ে পুরো জেলায় কাজ করে এলাকার সুনাম বৃদ্ধি করতে চাই।
বুধবার (০৫ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সমিতির সভাপতি ডা. এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ শামছ উদ্দিন খান, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট শিক্ষাবোর্ডের সচিব কবির উদ্দিন, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর খান, শাবি’র শিক্ষক প্রফেসর ড. মস্তাবুর রহমান, প্রফেসর ড. ফারুক উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির ট্রেজারার মো. সাদ উদ্দিন এবং সংবর্ধনা স্মারক তুলে দেন সমিতির সদস্য সাংবাদিক ছাদেক আহমদ আজাদ ও রাজ্জাকুজ্জামান চৌধুরী।
সভায় বক্তারা বলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আপন মহিমায় উজ্জ্বল। নিজের যোগ্যতায় রাজনৈতিক ও সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর এ সফলতায় সমিতির সকল সদস্য ও এলাকাবাসী গর্বিত। তিনি সততা ও আন্তরিকতার সাথে কাজ করে সিলেটের সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে আরও সম্মানিত হবেন এটাই সবার প্রত্যাশা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমিতির দাতাসদস্য ও জীবনসদস্যের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।