বিয়ানীবাজারবার্তা২৪.কম: দৈনিক শ্যামল সিলেট এর চীফ ফটোগ্রাফার, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ হোসেনের পিতা হাফেজ মো. কমর উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা দু’টায় তাঁর জানাজার নামাজ বিয়ানীবাজারের উত্তর আকাখাজানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক শরিক হন। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, হাফেজ কমর উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কবির আহমদ, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ আহমদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা মিয়া, দৈনিক শ্যামল সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত, চিফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহনান তুতা, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ, সাইদুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কেএইচ সুমন, উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলাম ফরহাদ ও কাওছার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী তুহেল আহমদ চৌধুরী, সাংবাদিক তাজবির আহমদ ছাইম, ছাত্রলীগ নেতা স্বপন আহমদ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ সত্যনিষ্ঠ ও পরহেজগার ব্যক্তিত্ব হাফেজ কমর উদ্দিনের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, হাফেজ কমর উদ্দিন শনিবার দিবাগত রাত ৩ টা ৫ মিনিটে সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের নিজ ফ্ল্যাটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ভাই-বোন, ২ ছেলে ও ১ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।