Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




‘দেশের অভ্যুদয়ে বীর মুক্তিযোদ্ধা এবং উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে’

বিয়ানীবাজারবার্তা২৪.কম: গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসী কমিউনিটি নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

গোলাপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল আমিন হাসান ও জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছেন। মুক্তিযুদ্ধকালে জনসমর্থন আদায়ে প্রবাসীরা যেমন ভূমিকা রেখেছেন, পরবর্তীতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও তাদের অবদান অনস্বীকার্য। তাদের কল্যাণে উপজেলা পরিষদের দরজা সর্বদা উন্মুক্ত রয়েছে বলেও জানান চেয়ারম্যান এলিম।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের ভূমিকা ছিল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এজন্য আমরা তাদের কাছে ঋণী। তাঁদেরকে সম্মানীত করায় তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তোতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য এমএ হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হারুন আহমদ, সহ সভাপতি মাসুদ চৌধুরী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ইমরান হোসাইন, প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি শায়েক হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী মো: মজির উদ্দিন, ব্যারিস্টার এনামুল হক, ছাইফুল আলম, জুবেল আহমদ, জায়েদ আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিপু আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ নাসির খালিক, ওমর ফারুক সামি, ইমরান এইচ নাহিদ, মাসুকুর রহমান খান, ওলিউর রহমান চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, দিলওয়ার আনসার, রাহিদ সিরাজ সৈকত, পর্তুগাল প্রবাসী পারভেজ আহমদ, ফ্রান্স প্রবাসী দেলওয়ার আহমদ, দুলাল আহমদ তুষার, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলী হোসাইন ও মিজু আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জালাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মুন্না, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নাজিম উদ্দীন, সুলেমান আহমদ, নাজিম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আলী হোসেন, মুহিন আহমদ, নিয়াজ আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান ছানি, সাংগঠনিক সম্পাদক রুহিত আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজন আহমদ, হামমাদ আহমদ, রেজা আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ তারেক, সহ সম্পাদক নয়ন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, উপজেলা তাঁতী লীগের সহ সভাপতি শাহ আজমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রানা, সুহেল আহমদ, মুন্সি আহমদ, রিপলু আহমদ, জালাল উদ্দীন, ছাত্রলীগ নেতা সুলতান আহমদ, মাহিদ আহমদ, নিজুম আহমদ, রেদয়ান আহমদ, হুসাইন আহমদ প্রমুখ।

 

Developed by :