বার্তা ডেস্ক: বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানকে শনিবার (১১ ফেব্রুয়ারি+২০২৩) বিকেলে কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৪নং শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভাষা সৈনিক মাসউদ খান এর সভাপতিত্বে এবং ফরিদ উদ্দিন, আব্দুল হামিদ, জসীম উদ্দিন ও কামাল হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক তারেক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, কাকরদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমদ খান ও বদরুল হক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, মোঃ মস্তাক আহমদ পলাশ, আমাতুজ জহুরা রওশন জেবীন, জেলা পরিষদের সদস্য খছরুল হক, সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বেগম।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আজমল আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ সাকির আহমদ শাহীন, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমান উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিকেল সাড়ে ৩ টায় শুরু হওয়া আনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, স্থানীয় সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন কার্যক্রম গ্রামে গ্রামে পৌঁছে দেয়াই হবে জেলা পরিষদের অন্যতম প্রধান কাজ। তিনি আরো বলেন, বিয়ানীবাজার সন্তান হিসেবে এই অঞ্চলের মানুষের চাহিদা সম্পর্কে আমি পুরোপুরি অবগত আছি। এই চাহিদা পূরণে আমার কাছে কারো দাবি উত্থাপনের প্রয়োজন হবে না। ইনশাআল্লাহ আমি নিজ থেকেই তা পূরণের প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করবো। এজন্য তিনি জেলা পরিষদের সম্মানিত সকল নির্বাচিত সদস্যদের সহায়তা কামনা করেন।
এর আগে বিকেল ৩টায় মোটর শোভাযাত্রায় অনুষ্ঠানস্থলে আসেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। পরে তিনি কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ফিংগার মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ফিরিস্তি তুলে ধরেন।

এডভোকেট নাসির উদ্দিন খানকে সংবর্ধনা স্মারক প্রদান করছেন শেওলা ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিনসহ পরিষদের সদস্যরা
অনুষ্ঠান বক্তব্যে সংবর্ধনা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, নাসির উদ্দিন খান শুধুমাত্র সিলেট জেলার নেতা নন, তিনি একদিন জাতীয় নেতা নির্বাচিত হয়ে এ জনপদের মুখ উজ্জল করবেন। আজকে তাঁকে সংবর্ধনা দিতে পেরে এলাকাবাসী হিসেবে আমরা গর্বিত ও আনন্দিত। সংবর্ধনা অনুষ্ঠান সফল করে তোলার জন্য সংবর্ধনা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা জিয়া উদ্দিন।