Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ইউকে প্রবাসী জিল্লুল হকের পিতার ইন্তেকাল, আজ বেলা দু’টায় জানাজা

বিয়ানীবাজারবার্তা২৪.কম: ব্যাংক এশিয়া লি. দাসউরা বাজার আউটলেট এর গ্রাহক, যুক্তরাজ্য প্রবাসী জিল্লুল হক শান্ত’র পিতা, এডভোকেট এমদাদুল হকের বড়ভাই সদাহাস্যজ্বল ও পরোপকারী ব্যক্তিত্ব ময়নুল হক ময়না ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার রাত ১০ টায় মাটিজুরা প্রকাশ দাসউরা বিলপাড়ের নিজ বাড়িতে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ভাই-বোন, তিনপুত্র, এককন্যা, পুত্রবধূ, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ময়নুল হকের জানাজার নামাজ আজ বুধবার বাদ জোহর বেলা ২ টায় মাটিজুরা কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ৩ পুত্র জিল্লুল হক, ব্রাজিল প্রবাসী জয়নুল হক ও ক্রিকেটার আরিফুল হক।

এদিকে, ময়নুল হক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও ব্যাংক এশিয়া, দাসউরা বাজার আউটলেট এর কর্ণধার সাংবাদিক ছাদেক আহমদ আজাদ।

এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

Developed by :