Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের মাতার ইন্তেকাল, রাত ১০ টায় জানাজা

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল পৌণে ৩টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে জটিল রোগে তিনি ভোগছিলেন। মৃত্যুকালে স্বামী, এক পুত্র, পুত্রবধু, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ আজ রাত ১০ টায় বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলাস্থ এমএজি ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে পরিচিত সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব।

এদিকে, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ আবুল কাশেম পল্লবের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ।

এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Developed by :