বিয়ানীবাজারবার্তা২৪.কম: জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের দলমত নির্বিশেষ সবার জন্য কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, শহরের মত গ্রামেও সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। বাংলাদেশকে এখন আর কেউ অবহেলা করে না। আন্তর্জাতিক সম্প্রদায় বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান খুনীদের মদদ ও আশ্রয় দেন।