বিয়ানীবাজারবার্তা২৪.কম: শেওলা ইউনিয়নের বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়ন বৃদ্ধি, পাঠদানে নিয়মিত ও মনোযোগী করা, অপেক্ষাকৃত দুর্বল ও অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক জহুরুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক দলিল উদ্দিন, অভিভাবক সদস্য ফখরুল ইসলাম ও আবুল কালাম, দাতা সদস্য জিল্লুর রহমান খান, অভিভাবক সদস্য সামছুদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য ফখরুল ইসলাম, শেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আমিন উদ্দিন ময়না, বিদ্যালয়ের শিক্ষক বাহার উদ্দিন, শেওলা ইউপি’র সাবেক চেয়ারম্যান হাজী আখতার হোসেন খান জাহেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, সামছুল হক চৌধুরী, মামুন রাজা চৌধুরী, রাহাত হোসেন চৌধুরী রাজু প্রমুখ।
পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নতুন দাতা সদস্য তারেক আহমদ খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।