Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




জাতিসংঘের পানি সম্মেলনের প্রস্তুতি সভায় আব্দুল কুদ্দুছ টিটুর যোগদান

নিউইয়র্ক: জাতিসংঘের পানি সম্মেলন ২০২৩ এর প্রস্তুতি সভায় যোগদান করেছেন আপ লিফট ইউ ইনকের প্রতিনিধি আব্দুল কুদ্দুছ টিটুসহ তিনজন। গতকাল এই সম্মেলনে বিশ্বের ১৯২টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জাতিসংঘের কনফারেন্স রুম ৪ এ ডেপুটি সেক্রেটারী জেনারেল অব ইউ এন (ভিডিও এন্ড মেসেজ) এর সভাপতিত্বে সকাল ১০.৪৫ মিনিটের সময় শুভ সুচনা ও অভিনন্দন জ্ঞাপনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

তারপর জাতিসংঘের ওয়াটার কনফারেন্সের যুগ্মসহযোগী নেদারল্যান্ড ও কাজাখিস্তানের সরকার প্রধানরা ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য প্রদান করেন।

শুভেচছা বক্তব্য রাখেন, সম্মেলনের সম্পাদক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারী অব ইকোনমিক এন্ড সসিয়েল এফেয়ার্স ডেসার পক্ষ থেকে অবারভিউ থিম অব ইন্টারএক্টিব ডায়লগ ওয়াটার কনফারেন্স ২০২৩ উপস্হাপন করা হয়।

এক্সচেন্জ অব ভিউস উইথ মেম্বারস অব স্টেট, অন দি থিম অব দা ইন্টারএক্টিব ডায়লগ পেশ করেন জাতিসংঘের সদস্য দেশ ফ্রান্স, রাশিয়া, বুলগেরিয়া, ফিনল্যান্ড, সুইডেন, জাপান, চায়না, মিশর, পাকিস্তান, সুদানসহ প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা।

এছাড়া রেডক্রস ও ইউনিসেফের পক্ষ থেকে এবং অভিজ্ঞ মতামত প্রদান করেন সম্মেলনে যোগদানকারী পানি বিশেষজ্ঞবৃন্দ।

এই সম্মেলনে জাতিসংঘের ১৯২টি দেশের সদস্য রাষ্ট্র্র, এনজিও সদস্য সহ প্রায় ৪০০ সদস্য অংশগ্রহণ করেন।

আপ লিফট ইউ, ইউএসএ’র পক্ষ থেকে ডাইরেক্টর শরিফ উদ্দিন, তারেক হোসেন ও আব্দুল কুদ্দুছ টিটু সম্মেলনে যোগদান করেন।

সম্মেলনে আগামী শতাব্দীতে সুপেয় পানির স্বল্পতা ও পানির সঠিক ব্যবহার সম্পর্কে বিশেষজ্ঞ মতামত ব্যক্ত করা হয়।

 

সর্বশেষ সংবাদ

Developed by :