Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




সিলেট জেলা পরিষদ নির্বাচন: আলোচনায় খসরু, সিহাব, মাহমুদ আলী

বিয়ানীবাজারবার্তা২৪.কম: সিলেট জেলা পরিষদ নির্বাচন আগামী সোমবার। বিয়ানীবাজারে ৮নং ওয়ার্ডের ভোটগ্রহণ পঞ্চখণ্ড হরগোবিন্দ (পিএইচজি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে বিয়ানীবাজারে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন লড়াই করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সদস্য পদে ত্রিমুখী লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

নির্বাচনে দু’একজন ব্যতীত প্রায় সব প্রার্থী বিজয়ের লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের। প্রয়োজনে আঞ্চলিকতা কিংবা বিশেষ ব্যক্তিদের নাম বিক্রি করে ভোট টানার চেষ্টা চলার খবর রটেছে। শেষ মুহূর্তে এসে ভোটে আর্থিক লেনদেনেরও জোর গুঞ্জন ওঠেছে।

ভোটার ও রাজনীতি সচেতন অনেকের সাথে কথা বলে জানা গেছে, অতীতে যারা বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে দুর্নীতিবাজদের সাথে হাত মিলিয়েছেন তারা এখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। সময়মতো দুর্নীতির স¤্রাটদেরও সাথে পাচ্ছেন না। মধু শেষ হওয়ায় তারা অনেকটা নিরাপদ দূরত্বে রয়েছেন। অথচ চিহ্নিত এসব দালাল, দুর্নীতিবাজদের কারণে দু’একজন ভালো প্রার্থীও ভোটে সুবিধা করতে পারছেন না। ইতিমধ্যে ভোটাররা তাদেরকে ‘লাল কার্ড’ দেখাতে শুরু করেছেন।

এদিকে, নির্বাচনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শুরু থেকে এখন পর্যন্ত উট পাখি নিয়ে মুড়িয়া ইউনিয়নের কৃতিসন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী মো. খসরুল হক অনেকটা এগিয়ে রয়েছেন। তার নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের আলোচনার শীর্ষে রয়েছে। আলোচনায় আছেন মাথিউরা ইউনিয়নের পরপর দু’বারের সাবেক চেয়ারম্যান মো. সিহাব উদ্দিন (অটোরিক্সা), চারখাই ইউনিয়নের দু’বারের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী (হাতী), বিয়ানীবাজার সরকারি কলেজের খন্ডকালিন প্রভাষক আরবাব হোসেন খান (তালা), উপজেলা বিএনপির সিনিয়র সদস্য নজরুল হোসেন (ফ্যান)।

এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন,  বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদির (ক্রিকেট ব্যাট), বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নেতা ময়েজ উদ্দিন (টিফিন), ফ্রান্স প্রবাসী আলিম উদ্দিন সুমন (ঘুড়ি) ও আলী আহমদ (টিউবওয়েল)।

এখনো ভোটাররা নানাভাবে প্রভাবিত হচ্ছেন। এজন্য ভোটের জরিপে খসরুল হকসহ ৩ জন এগিয়ে থাকলেও ব্যালটে কী হয় তা দেখার জন্য সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

Developed by :