সিলেট: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মানবতার মা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী আজ বুধবার।
এ উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ মঙ্গলবার মধ্যরাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানসহ দলীয় বিপুলসংখ্যক আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।