বিয়ানীবাজারবার্তা২৪.কম: তেলের দাম বাড়ানোয় টিকটকে এসে প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ আগস্ট) রাতে পৌরশহরের দক্ষিণ বাজারস্থ তার মালিকানাধীন চায়ের দোকান থেকে মহি উদ্দিন মান্না’কে (২৫) আটক করা হয়। সে বড়লেখা উপজেলার মুছেগুল গ্রামের মানিক মিয়ার পুত্র। বর্তমানে মোল্লাপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তেলের দাম বাড়ানোর কারণে সম্প্রতি সে নিজ টিকটক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে। বিষয়টি থানা পুলিশ অবহিত হলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় ধৃত মুন্নার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা জাহিদুল হক তাহমিদ বাদি হয়ে বিয়ানীবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।