
এমসি একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদসহ নেতৃবৃন্দ
গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ তারুণ্য’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি এম সি একাডেমি স্কুল ও কলেজের অধ্যক্ষ সুজিত কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম, বিদ্যালয়ের শিক্ষক সুমন আহমদ, ওয়াহিদুজ্জামান, ও মোফাজ্জল হোসেন, ৪ নং লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শান্ত দাশ, পৌর যুবলীগ নেতা রাসেল আহমদ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ সভাপতি আলী হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া আহমদ লাকি সদস্য জাবের আহমদ। তারুণ্য সভাপতি সাজন আহমদ, সিনিয়র সহ সভাপতি জয়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব সৌরভ, সদস্য ফাহাদ, আমান, সুমন আমান, রেজওয়ান আহমদ, সুমন আহমদ, তাহসিন, তাহের, সাইদুল, ইমন, সাইফ, রাহিন, ইমন প্রমুখ।
এ সময় একাডেমি প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।