Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ব্যবসায়ী হাজি সোয়াইব আলীর ইন্তেকাল, দাফন সম্পন্ন ॥ শোক প্রকাশ

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার কলেজ রোডের হাজী ইলিয়াস আলী মার্কেটস্থ শাপলা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি ও ত্যাগী আওয়ামী লীগ নেতা হাজী সোয়াইব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১৬ জুলাই) সকাল সোয়া ৮ টায় পৌরশহরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ঐদিন বিকেল পৌণে ৬ টায় দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক লোক জানাজায় শরিক হন। পরে গ্রামীণ গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

এদিকে, বিশিষ্ট ব্যবসায়ী সোয়াইব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, শিক্ষক নেতা ও রাজনীতিবিদ মজির উদ্দিন আনসার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিন, তিলপাড়া ইউপি সদস্য মো. আনা মিয়া, হোসেন আহমদ ও খয়রুল ইসলাম প্রমুখ।

পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

 

Developed by :