Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




সুনামগঞ্জে বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাটের ত্রাণ বিতরণ

সিলেট: বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন ঢাকার উদ্যোগে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রত্যন্ত এলাকার বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ জুলাই) বন্যার্তদের হাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক।

এসময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সেনাবাহিনীর সুনামগঞ্জে দায়িত্বরত ইউনিটের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল একটি করে শাড়ী, লুঙ্গি, থ্রি-পিস ও গামছা। মোট ৭০০ পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক বলেন, ‘বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন ঢাকার সদস্যরা বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছেন।’ ত্রাণ বিতরণে সহযোগিতার জন্য স্থানীয় সেনা ইউনিটকে এসময় তিনি ধন্যবাদ জানান।

 

সর্বশেষ সংবাদ

Developed by :