Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে বন্যার্তদের পাশে এডভোকেট নাসির খান, আশ্রয় কেন্দ্রে ৬৯০৬ জন

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদীতে কমলেও প্রত্যন্ত অঞ্চলে পানি নড়চড় করছে না। আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। পানিতে নিমজ্জিত রয়েছে অর্ধিকাংশ রাস্তাঘাট। দুর্গতদের মধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন রান্না করা খাবার, ত্রাণসামগ্রী ও নগদ টাকা বিতরণ অব্যাহত রয়েছে। এদিকে, ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

শনিবার (২৫ জুন) বিকেল পর্যন্ত সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে পানিতে নিমজ্জিত থাকায় অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মুশফিকুর রহমান জানান, এ পর্যন্ত উপজেলার ৭৭টি বন্যা আশ্রয় কেন্দ্রে ১১৫১ পরিবার ঠাঁই নিয়েছে। এতে নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু মিলে আশ্রয় নিয়েছেন ৬ হাজার ৯০৬ জন। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ৮৫ মে.টন চাল ও নগদ সাড়ে ১২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া, বন্যার্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া ১ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করছে প্রশাসন।

এদিকে, শনিবার সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বন্যাদুর্গত বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ ও শেওলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সিলেটের বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ করেছেন, যা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রতিদিন ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এতে দলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখছেন। বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসায় প্রবাসী নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন ও সমাজের দানশীল ব্যক্তিদের ধন্যবাদ জানান এডভোকেট নাসির উদ্দিন খান।

ত্রাণ বিতরণ কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গীরদার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাওফিক মাহমুদ চৌধুরী, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।

গোলাপগঞ্জে ত্রাণ বিতরণ করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান

এরআগে, গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নে শাহিন স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু প্রমুখ।

 

Developed by :