বিয়ানীবাজারবার্তা২৪.কম: অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিয়ানীবাজার উপজেলায় দু’লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে প্রায় সকল গ্রামীণ সড়ক। উপজেলঅ সদরের সাথে কিছু কিছু এলাকা বিচ্ছন্ন হয়ে পড়েছে। পানিতে নিমজ্জিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
বন্যার্তদের জন্য রক্ষিত ২৭টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ১৪টিতে ১৭৩ পরিবার আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসন থেকে আজ রোববার পর্যন্ত ৩৩ মেট্টিক টন চাল এবং নগদ দেড় লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই সাথে আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারকে শোকনো খাবার বিতরণ করবে উপজেলা প্রশাসন।
এসব তথ্য বিয়ানীবাজারাবার্তা২৪.কম’কে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান। তিনি আরো জানান, বন্যার্তদের পাশে সরকার রয়েছে। যারা পানিবন্দী আছেন তাদেরকে দ্রুত নিকটস্থ বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে তিনিি অনুরোধ করেন।
এদিকে, বিয়ানীবাজার পৌর এলাকার বন্যার্তদের খোঁজখবর নিচ্ছেন নবনির্বাচিত মেয়র জিএস ফারুকুল হক। তিনি প্রত্যেক ওয়ার্ডের পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নিচ্ছেন এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ব্যবস্থা করছেন বলে জানা গেছে।