বিয়ানীবাজারবার্তা৩৪.কম: বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বাজিমাত করেছেন মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রলীগ নেতা জিএস ফারুকুল হক। আওয়ামী লীগের প্রতিবাদী এ মেয়র প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
চামচ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার একশ’ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের ‘রাজাকারপুত্র’ মো. আব্দুস সবুর পেয়েছেন ২৩শ’ ১৮ ভোট।
তৃতীয় হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সদ্য সাবেক মেয়র আব্দুস শুকুর। তিনি পেয়েছেন ২ হাজার ২৭০ ভোট।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিয়ানীবাজারবার্তা২৪.কম এ প্রকাশিত পুরনো নিউজটি পড়ুন