সিলেট: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকী খান আর নেই। শনিবার সন্ধ্যায সাড়ে ৬টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গত কয়েকদিন থেকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবী ও ব্যবসায়ী পংকি খান অসুস্থ অবস্থায় এ হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।