বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু ও জিএস ফারুকুল হকসহ ৮ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রাথমিক বাছাই শেষে এ রায় ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুস শুকুর, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মো. সুনাম উদ্দিন, কমিউনিস্ট পার্টি মনোনীত এডভোকেট আবুল কাশেম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিএস ফারুকুল হক ও হাজি আব্দুল কুদ্দুস টিটু, স্বতন্ত্র প্রার্থী আবু নাসের পিন্টু, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন, মাসুক আহমদ, মোহাম্মদ সবুর, আহবাব হোসেন সাজু, আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ অজি উদ্দিন।
এদিকে, বাছাইয়ে অবৈধ মেয়র প্রার্থীরা হলেন মাসুক আহমদ, আব্দুস সবুর, অজি উদ্দিন ও আহবাব হোসেন সাজু। এ রায়ের বিরুদ্ধে তারা তিন দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে। এছাড়া প্রতীক বরাদ্দ করা হবে ২৭ মে। আগামী ১৫ জুন ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।