বিয়ানীবাজারবার্তা২৪.কম: লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে চমক দেখালেন ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতা কামরুল হোসেন মুন্না। তিনি হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির হয়ে প্রথম নির্বাচনেই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
কিছুক্ষণ আগেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাঁর প্রাপ্ত ভোট ১৫৯৪। এ তথ্য নিশ্চিত করেছেন বিজয়ী মুন্নার নির্বাচনী এজেন্ট ও তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক জুবের আহমদ।
বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়ীপাড়া গ্রামের বাসিন্দা কামরুল হোসেন মুন্না ছাত্রজীবনে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ ’৯৫ এর বিজ্ঞান বিভাগের নির্বাচিত শ্রেণি প্রতিনিধি ছিলেন।
এছাড়া, কামরুল হোসেন মুন্না বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচিত কাউন্সিলর মুন্না সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ এর চাচাতো ভাই। তাঁর এ সাফল্যের খবর মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অজস্র নেতৃবৃন্দ কামরুল হোসেন মুন্নাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।