Friday, 9 December, 2022 খ্রীষ্টাব্দ | ২৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
সাবেক অর্থমন্ত্রী মুহিতের জানাজা আলিয়া মাদ্রাসা মাঠে রোববার

সিলেট: সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের জানাজা আগামীকাল রোববার  বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

তিনি বলেন, আজ সন্ধ্যায় সড়ক পথে সিলেটের হাফিজ কমপ্লেক্স সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ আনা হবে। রোববার দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

জানাযা শেষে নগরীর রায়নগর ডেপুটি বাড়ি পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

শুক্রবার দিবাগত রাত ১২:৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুকরণ করেন প্রবীণ অর্থনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত। তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন সিলেট-১ আসনের সাবেক এই সংসদ সদস্য।

 

সর্বশেষ সংবাদ

Developed by :