Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৫ জুন : ইসি

বিয়ানীবাজারবার্তা২৪.কম: ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বিয়ানীবাজারসহ ছয়টি পৌরসভা, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ১৩৫টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে।  এতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

আজ সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সচিব বলেন, স্থানীয় সরকারের এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

সচিব আরও বলেন, গোপালগঞ্জ, মোকসেদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর, ঝিনাইদাহের ঝিনাইদাহ পৌরসভায় ভোট হবে ইভিএম এর মাধ্যমে।

 

Developed by :