বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা উচ্চ বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতারে বিভিন্ন পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মজির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, আজীবন দাতা সদস্য ও দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি মো. সামছুল ইসলাম রৈয়ব, আজীবন দাতা সদস্য হাজি মোঃ নিছফর আলী, তিলপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ এমাদ উদ্দিন, নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ, একই স্কুলের প্রাক্তন সভাপতি শাহাব উদ্দিন মৌলা, মাটিজুরা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিলাল উদ্দিন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিছবাহ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী মোঃ নজমুল ইসলাম বলাই, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আজাদ, এসএমসি’র প্রাক্তন সদস্য মো. আনা মিয়া, মোঃ মাহবুবুর রহমান, এডহক কমিটির সদস্য মো. শরিফ উদ্দিন, অভিভাবক আবিদুল হক, কুতুব আলী, ওমর আলী, সমাজকর্মী তুলা মিয়া, আলীমুদ্দিন।
এছাড়া, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুর রহমান, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আনিসুর রহমান, সহকারী শিক্ষক মোঃ শাহাবুদ্দীন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মাইদুল ইসলাম, মোঃ সোহেল রানা, মিসেস লুৎফা বেগম, গুরু ধর, মজনুর রহমান, রহমতুল বারী, রূপক দাস, ওবায়দুল হক, মাহবুব হোসাইন, হেপী বেগম, আলেয়া বেগম প্রমুখ ও স্কাউট দলের শিক্ষার্থীবৃন্দ।