
যুক্তরাজ্য প্রবাসী মামুন রশীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সূর্য তরুণ যুব সমবায় সমিতির সভাপতি হোসেন আহমদ
সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীরা
‘এলাকার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ দেখে আমরা অভিভূত, সহযোগিতা প্রদানের আশ্বাস’
বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারের দক্ষিণ দাসউরা সূর্য তরুণ যুব সমবায় সমিতির উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশে অবস্থানরত ইউরোপ ও আমেরিকা প্রবাসীসহ এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বি হাজি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর তিলপাড়া ইউনিয়নের কৃতিসন্তান মামুন রশীদ।
বিশিষ্ট ব্যবসায়ী কবির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক জুবের আহমদ, ইতালি প্রবাস জামাল আহমদ, মঈন উদ্দিন ও মামুনুর রশীদ, ফ্রান্স প্রবাসী করিম উদ্দিন।
সভায় প্রবাসী নেতৃবৃন্দ বলেন, এলাকার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ দেখে আমরা অভিভূত। তারা যেভাবে গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, স্ট্রিট লাইট স্থাপন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা সর্বদা সূর্য তরুণ যুব সমবায় সমিতির ভালো কাজের অংশীদার হবো।
এদিকে, সংবর্ধিত অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাদ উদ্দিন হেলাল, বদরুল হক ও ফখরুল ইসলাম মাসুক, যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুর রহমান, ফ্রান্স প্রবাসী আব্দুল্লাহ আল হাসান, হোসেন আহমদ, ইতালি প্রবাসী জাবেদ আহমদ ও আব্দুল বাকী, সৌদি আরব প্রবাসী ওলিউর রহলান, জামিল হোসেন ও ফয়ছল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রব সদাই, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন দুদু, সমাজকর্মী মতিউর রহমান মতি ও এখলাছ উদ্দিন, হাফিজ আইন উদ্দিন, ব্যাংকার মানিক উদ্দিন, শিক্ষক রুকন উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি হোসেন আহমদ মেম্বার, তুহিন আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।