Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান

সিলেট: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান। দলের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী মৃত্যুর এক সপ্তাহ পর আজ রোববার সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে তাঁকে এ দায়িত্ব প্রদান করেন।

নাসির উদ্দিন খান চিঠিতে উল্লেখ করেন, ‘গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার কার্যনির্বাহী পরিষদ আপনাকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।’

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী মারা যান। এর দু’দিন পর সোমবার চারদফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

 

Developed by :