ঢাকা: চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসলেন সদ্য নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও আপিল বোর্ডের রায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নিপুণ। এর আগে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান মিশা সওদাগর।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির প্রাক্তন সভাপতি মিশা সওদাগর।
এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই।
এদিকে জায়েদ খানের প্যানেলের কেউ শপথ বাক্য পাঠ করেনি।