Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




মানুষের জন্য কল্যাণকর কাজে সুখতৃপ্তি রয়েছে : এডভোকেট নাসির খান

বিয়ানীবাজারবার্তা২৪.কম: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার মধ্যে আনন্দ ও সুখতৃপ্তি রয়েছে। এতে সমাজের পিছিয়েপড়া মানুষ বেশ উপকৃত হন।

তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অনস্বীকার্য অবদান রয়েছে। এছাড় যেকোনো দুর্যোগ ও শীতকালে প্রতিনিয়ত তারা অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। এজন্য এডভোকেট নাসির খান আওয়ামী লীগের পক্ষ থেকে প্রবাসী কমিউনিটি নেতাদের ধন্যবাদ জানান।

গতকাল বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর সাংগঠনিক সম্পাদক মো. মামুনুল হুদা খানের পৃষ্টপোষকতায় অসহায়দের মধ্যে শীতের কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ এর সাধারণ সম্পাদক শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, আমুড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ এর সহ সভাপতি ওয়াহিদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য সম্পাদক রুমেল সিরাজ, সহ-প্রচার সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, সদস্য রুহেল আহমদ রিপন, সেলিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহিন, মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগ নেতা নাজিম আহমদ, সুলেমান আহমদ, লিটন আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, আলী আহমদ, ছামাদ আহমদ, শাকিল আহমদ, নাবিল আহমদ, মুর্শেদ আহমদ, মিহাদ আহমদ, শাহাদ আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল আলিম সুমন।

 

Developed by :