বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ হেলিমুল হক হেলিম আর নেই।
আজ বুধবার বিকাল পৌণে ৫টায় সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৯ বছর।
তিনি গতকাল মধ্যরাত থেকে চিকিৎসকের ভাষায় ‘ক্লিনিক্যালী ডেথ’ ছিলেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশে বিদেশে বসবাসরত তাঁর অগণিত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বেলা ২ টায় শেওলা ইউনিয়নের শালেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
সাবেক ছাত্রলীগ নেতা সদ্য প্রয়াত হেলিম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের ভাগ্না।
ভিপি হেলিমুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ। এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।