Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে সাইদুল আলম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এডভোকেট নাসির উদ্দিন খান

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে প্রথম সাইদুল আলম প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

আজ বুধবার বিকেলে চারখাই ইউনিয়নের পশ্চিম আদিনাবাদ মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমকালো এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা গৌছ উদ্দিদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক কবির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তুতিউর রহমান তোতা ও চারখাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বৈরাগীবাজার এফসি ইউএসএ এর মুখোমুখি হয় ফতেহপুর ফুটবল একাডেমি হরিপুর। এতে মোট ৩২টি দল অংশ গ্রহণ করবে।

 

Developed by :